শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশের অপরাধে এক যুবক আটক! নরসিংদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন

আত্মবিশ্বাসে আত্মরক্ষা: রোকেয়া হলে ‘বহ্নিশিখা’র সাতদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

তরিকুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

নারীদের নিরাপত্তা, নেতৃত্ব ও মানসিক সচেতনতা গড়তে গ্রীন ভয়েসের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর উপ-টিম ‘বহ্নিশিখা’ এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে শুরু হয়েছে “আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন” শীর্ষক সাতদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক মানের দুইজন মার্শাল আর্টস খেলোয়াড় ও প্রশিক্ষক— রাহমাতুল্লাহ নিশান এবং স্বপ্না কীর্তনীয়া (জ্যোতি)। উভয়েই বাংলাদেশ তাইকোয়ানদো অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক এবং ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্টধারী।

এই কর্মশালার মাধ্যমে রোকেয়া হলের ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, নিরাপত্তা সচেতনতা, মানসিক স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হচ্ছে। এটি ‘বহ্নিশিখা’র নারী উন্নয়নমূলক ধারাবাহিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই প্রসঙ্গে ‘বহ্নিশিখা’ ও ‘গ্রীন ভয়েস’-এর প্রধান সমন্বয়ক বলেন,
“আমাদের সমাজে নারীরা আজও নানা দিক থেকে পিছিয়ে আছে। কোথাও তারা সম্পূর্ণ নিরাপদ নয়। আত্মরক্ষার কৌশল জানা প্রতিটি নারীর মৌলিক অধিকার। এই উপলব্ধি থেকেই আমরা সারা দেশে ইতিমধ্যে প্রায় ৩৫টি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। গত মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ৭ দিনব্যাপী একটি সফল কর্মশালা আয়োজন করা হয়, যেখানে প্রায় ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সামনে আমরা ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রী হলেও এই ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছি।”

নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বহ্নিশিখার এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..