পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আজ সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ইউনুছ বিশ্বাস চিকনিকান্দি ইউনিয়নের গন অধিকার পরিষদের যুগ্ম আহব্বায়ক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে অবস্থিত নিজের স্ব’মিলের হাউজে বৈদ্যুতিক মোটর দিয়ে নদী থেকে পানি তুলছিলেন ইউনুছ বিশ্বাস। এ সময় অসাবধানতাবশত মোটরটি বিদ্যুতায়িত হলে তিনি স্পর্শে আসেন এবং গুরুতর আহত হন। দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনুছ বিশ্বাস নামে একজন ব্যক্তি নিজস্ব স্ব’মিলের হাউজে মোটর দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।