রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশের অপরাধে এক যুবক আটক! নরসিংদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, দিনব্যাপী বাংলামোটর রূপায়ণ টাওয়ারের (৫ম তলায়) এনআরবি লাইফ মিলনায়তনে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত হবে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
প্রতিভা প্রকাশ থেকে এ যাবত নয় শতাধিক সৃজনশীল বই প্রকাশ হয়েছে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করবেন। সম্মিলনে ৪ জন কৃতিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ও ৬ জন কৃতিমান লেখককে কানামাছি শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।

সারাদেশ থেকে যেসব লেখকগণ অংশ নিচ্ছেন তারা হলেন- তাহমিনা শিল্পী, ঢাকা, এস আফরোজ, ঢাকা, আলমগীর খোরশেদ, ঢাকা, শারাবান তহুরা, জয়পুরহাট, আহমাদ স্বাধীন, ঢাকা, মাহবুবা চৌধুরী, চট্টগ্রাম, ড. ইয়াহ্ইয়া মান্নান, ঢাকা, পলি রহমান, ঢাকা, পুলিন রায়, সিলেট, শাহনাজ পারভীন মুক্তি, ঢাকা, নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর, টাঙ্গাইল, নেপাল সূত্রধর চয়ন, মধুপুর, টাঙ্গাইল, ফিরোজ আহমেদ বাবুল, মধুপুর, টাংগাইল, আকাশ আহমেদ, চট্টগ্রাম, সবুজ ইসলাম, চট্টগ্রাম, তাহ্ মিনা নিশা, ঢাকা, সাগর আহমেদ, ঢাকা, হাসিনা সাঈদ মুক্তা, ঢাকা, সি এম শাহীন, ঢাকা, গোলাপ আমিন, কিশোরগঞ্জ, মশিউর রহমান দুর্জয়, নরসিংদী, মৌসুমী সুমি, ঢাকা, আজিম সৈয়দ, ঢাকা, জহুরুল হক সুমন, ফরিদপুর, বাবলু মওলা, রাজবাড়ী, সিরাজিয়া পারভেজ, ঢাকা, সেলিনা আখতার, ঢাকা, রাশিদুল হাসান বাচ্চু, ঢাকা, নিয়ামুল বারী, রাজশাহী, নুরুন্নাহার ডলি, ঢাকা, মাহফুল আখতার, বগুড়া, আকাশমণি, ঢাকা, মো. নিয়াজ উদ্দীন, সিলেট, মানিক চক্রবর্তী, ঢাকা, জাহাঙ্গীর আলম লিখন, ঢাকা, নূর মোহাম্মদ, চাঁদপুর, ফেরদৌস আরা শাহীন, ফেনী, সুমন সুবহান, ঢাকা, তাসরিবা খান, ঢাকা, খায়রুননেসা রিমি, ঢাকা, জান্নাত তায়েবা, ঢাকা, সাদিয়া মিম, ফরিদপুর, সাইদ খোকন নাজিরী, ঢাকা, সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকা, শামীম হাসনাইন, ঢাকা, সৈয়দ শাকিল আহাদ, ঢাকা, শাম্মী তুলতুল, চট্টগ্রাম, আর্শিনা ফেরদৌস, ঢাকা, সৈয়দ কামরুল হাসান, সুনামগঞ্জ, রতন আলী, কুমিল্লা, সরকার জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ, রিনা রহমান, চট্টগ্রাম, শেখ আমিরুল ইসলাম, ফরিদপুর, ফজলুল হক মিলন, নরসিংদী, শরীফ প্রধান, কুমিল্লা, মাহবুবা ফারুক, ঢাকা, দীন মুহাম্মদ, ঢাকা, রুবিনা রুবি, রাজশাহী, রুবেল হাবিব, ঢাকা, ওয়ালি জসিম, ঢাকা, শামসুদ্দিন হীরা, ঢাকা, নাসরীন রেখা, গাইবান্ধা প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..