বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেন,আলহাজ্ব আনিসুল হক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, মাঠেই চলছে শিশুদের ক্লাস লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ইউকে বাংলা” প্রেস ক্লাবের ‘দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মোহনগঞ্জে ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরি, গ্রেফতার-২ খোকসায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, দিনব্যাপী বাংলামোটর রূপায়ণ টাওয়ারের (৫ম তলায়) এনআরবি লাইফ মিলনায়তনে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত হবে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
প্রতিভা প্রকাশ থেকে এ যাবত নয় শতাধিক সৃজনশীল বই প্রকাশ হয়েছে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করবেন। সম্মিলনে ৪ জন কৃতিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ও ৬ জন কৃতিমান লেখককে কানামাছি শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।

সারাদেশ থেকে যেসব লেখকগণ অংশ নিচ্ছেন তারা হলেন- তাহমিনা শিল্পী, ঢাকা, এস আফরোজ, ঢাকা, আলমগীর খোরশেদ, ঢাকা, শারাবান তহুরা, জয়পুরহাট, আহমাদ স্বাধীন, ঢাকা, মাহবুবা চৌধুরী, চট্টগ্রাম, ড. ইয়াহ্ইয়া মান্নান, ঢাকা, পলি রহমান, ঢাকা, পুলিন রায়, সিলেট, শাহনাজ পারভীন মুক্তি, ঢাকা, নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর, টাঙ্গাইল, নেপাল সূত্রধর চয়ন, মধুপুর, টাঙ্গাইল, ফিরোজ আহমেদ বাবুল, মধুপুর, টাংগাইল, আকাশ আহমেদ, চট্টগ্রাম, সবুজ ইসলাম, চট্টগ্রাম, তাহ্ মিনা নিশা, ঢাকা, সাগর আহমেদ, ঢাকা, হাসিনা সাঈদ মুক্তা, ঢাকা, সি এম শাহীন, ঢাকা, গোলাপ আমিন, কিশোরগঞ্জ, মশিউর রহমান দুর্জয়, নরসিংদী, মৌসুমী সুমি, ঢাকা, আজিম সৈয়দ, ঢাকা, জহুরুল হক সুমন, ফরিদপুর, বাবলু মওলা, রাজবাড়ী, সিরাজিয়া পারভেজ, ঢাকা, সেলিনা আখতার, ঢাকা, রাশিদুল হাসান বাচ্চু, ঢাকা, নিয়ামুল বারী, রাজশাহী, নুরুন্নাহার ডলি, ঢাকা, মাহফুল আখতার, বগুড়া, আকাশমণি, ঢাকা, মো. নিয়াজ উদ্দীন, সিলেট, মানিক চক্রবর্তী, ঢাকা, জাহাঙ্গীর আলম লিখন, ঢাকা, নূর মোহাম্মদ, চাঁদপুর, ফেরদৌস আরা শাহীন, ফেনী, সুমন সুবহান, ঢাকা, তাসরিবা খান, ঢাকা, খায়রুননেসা রিমি, ঢাকা, জান্নাত তায়েবা, ঢাকা, সাদিয়া মিম, ফরিদপুর, সাইদ খোকন নাজিরী, ঢাকা, সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকা, শামীম হাসনাইন, ঢাকা, সৈয়দ শাকিল আহাদ, ঢাকা, শাম্মী তুলতুল, চট্টগ্রাম, আর্শিনা ফেরদৌস, ঢাকা, সৈয়দ কামরুল হাসান, সুনামগঞ্জ, রতন আলী, কুমিল্লা, সরকার জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ, রিনা রহমান, চট্টগ্রাম, শেখ আমিরুল ইসলাম, ফরিদপুর, ফজলুল হক মিলন, নরসিংদী, শরীফ প্রধান, কুমিল্লা, মাহবুবা ফারুক, ঢাকা, দীন মুহাম্মদ, ঢাকা, রুবিনা রুবি, রাজশাহী, রুবেল হাবিব, ঢাকা, ওয়ালি জসিম, ঢাকা, শামসুদ্দিন হীরা, ঢাকা, নাসরীন রেখা, গাইবান্ধা প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..