নড়াইলের লোহাগড়ায় লকডাউন আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ৯ জনের কাছ থেকে (৩৬০০)তিন হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করেছে। লোহাগড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) লোহাগড়ায় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সকলকে বিনা প্রয়োজনে বাজারে না আসার পরামর্শ দেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন। তিনি জানান, মুখে মাস্ক পরিধান না করাসহ লকডাউন আইন অমান্য করায় জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য। করোনারোধে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের মধ্যে প্রায় প্রতিদিনই বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন।এসময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।