রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

রাঙ্গাবালীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাহেরচর বাজার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। এসময় তিনি বলেন, “আগামীতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। তবে, দেশের বৃহৎ রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা। আমরা যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করি, তবে এ অঞ্চলের মানুষ আমাদের ক্ষমা করবে না।”

উপজেলা বিএনপির এই ইফতার মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন হাওলাদারের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমীন, আবুল বাশার হাওলাদার,

যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নান্নু, আনোয়ারুল ইসলাম হাওলাদার, শাহীন মাহামুদ খোকা, আব্বাস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক মুনিম আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর ও সদস্য সচিব মু. নিয়াজ আকন, কৃষক দলের সাধারণ সম্পাদক বিপ্লব হাওলাদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আলোচনা শেষে উপস্থিত সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..