বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা মেরামত কাজ সম্পন্ন। বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে. নেত্রকোণায় সোহাগ হত্যা মামলার আসামি ২ ভাই গ্রেপ্তার জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো বোরকা-হিজাব-মাস্ক পরে অপু বিশ্বাসের আত্মসমর্পণ। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর শাপলা যদি প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও পারবে না: সারজিস আলম সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল, পদ্মা সেতুর পাশে মাঝিরঘাট জিরো পয়েন্টে ভয়াবহ নদীভাঙন – জীবন ও জীবিকার সংকট

রাঙ্গাবালীতে তিনটি গরুসহ চোর সদস্যের ২জন আটক

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি,
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় দুই জনকে তিনটি গরুসহ হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বড়বাইশদিয়া ইউনিয়নের চর হালিম স্লুইগেট থেকে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃতরা হলেন মো. দুলাল রাঢ়ি (৪৫) ও মো. জলিল হাওলাদার(৪৮)। আটককৃত দুলাল হাওলাদার চর হালিম গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং জলিল হাওলাদার একই গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ মার্চ রাতে রাঙ্গাবালী উপজেলার টুঙ্গিবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম মালের ৩টি গরু চুরি করে আটককৃত দুলাল ও জলিল। পরবর্তীতে গতকাল রোববার রাতে চুরি করা গরু রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চর-হালিম স্লুইজগেট থেকে ট্রলারে তুলে অন্য স্থানে নেয়ার সময় স্থানীয়রা গরুসহ তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনান্থলে পৌঁছে গরুসহ তাঁদের থানায় নিয়ে আসেন।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. এমারৎ হোসেন জানান, গরু চুরি করে ট্রলারে করে পাচারের সময় স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..