বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন-স্নিগ্ধ লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খু/ন হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি :আবদুল হামিদ সশস্ত্র বাহিনীকে ভারতে পাল্টা হামলার অনুমতি দিলো পাকিস্তান প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত: জি এম কাদের পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক নড়াইলে সেনাবাহিনীর অভিযানে শুটারগান দেশী অস্ত্র সহ আটক-৩

গাজিপুর আট বছরের শিশুকে ধর্ষণের পর অভিযুক্ত ধর্ষক ভিডিও ধারণ করে তার বন্ধু পাঠিয়েছে।

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

গাজিপুর আট বছরের শিশুকে ধর্ষণের পর অভিযুক্ত ধর্ষক ভিডিও ধারণ করে তার বন্ধু পাঠিয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে এক মর্মান্তিক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় গভীর গজারি বনের ভেতর আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর অভিযুক্ত ধর্ষক ভিডিও ধারণ করে তার বন্ধু পাঠিয়েছে।
পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়। এ সময় অভিযুক্তের মোবাইল ফোনে আপত্তিকর তিনটি ভিডিও পাওয়া যায়। ধর্ষক ভিডিওটি কয়েকটি ইমো নাম্বারে ছড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক মো. আরমান মিয়া (২৭) মাদক সেবন করে শিশুটিকে ধর্ষণ করেছে।
শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং বরমী ইউনিয়নের বাসিন্দা।

অভিযুক্ত ধর্ষক মো. আরমান মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মো. শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকার বাসিন্দা।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আখতার বলেন, আরমানকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত আরমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..