শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী ড. ফরিদুজ্জামান ফরহাদ দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের, জানালো বিএনপি শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে : আহসান উল্লাহ্ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডপ্রদান

গাজিপুর আট বছরের শিশুকে ধর্ষণের পর অভিযুক্ত ধর্ষক ভিডিও ধারণ করে তার বন্ধু পাঠিয়েছে।

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

গাজিপুর আট বছরের শিশুকে ধর্ষণের পর অভিযুক্ত ধর্ষক ভিডিও ধারণ করে তার বন্ধু পাঠিয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে এক মর্মান্তিক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় গভীর গজারি বনের ভেতর আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর অভিযুক্ত ধর্ষক ভিডিও ধারণ করে তার বন্ধু পাঠিয়েছে।
পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়। এ সময় অভিযুক্তের মোবাইল ফোনে আপত্তিকর তিনটি ভিডিও পাওয়া যায়। ধর্ষক ভিডিওটি কয়েকটি ইমো নাম্বারে ছড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক মো. আরমান মিয়া (২৭) মাদক সেবন করে শিশুটিকে ধর্ষণ করেছে।
শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং বরমী ইউনিয়নের বাসিন্দা।

অভিযুক্ত ধর্ষক মো. আরমান মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মো. শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকার বাসিন্দা।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আখতার বলেন, আরমানকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত আরমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..