বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া সরকারি আদর্শ কলেজে তিননব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন দ্রুত নির্বাচন দিয়ে সম্মানে সাথে বিদায় নিন: বাবর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ ইউকের আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত সুবর্ণচর উপজেলাতে বন্ধ হয়ে যাওয়া স্কুল পূনরায় চালু করলেন সুবর্ণচর ইউএনও সুরাইয়া আক্তার লাকি। র‌্যাব-১৩’র অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-১ উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে-স্বরাষ্ট্র উপদেষ্টা বাবরের আগমনে তোরণ-ফেস্টুনে সেজেছে মোহনগঞ্জ ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি ২০১৭’এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা লন্ডনে ভালোবাসা দিবসের কনসার্টে আসিফ আকবরের সুরে মাতলো প্রবাসীরা

আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রী ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।

সোমবার বিকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছোটখাটো ঘটনা সব সময় আগেও ঘটেছে, দুই একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনাও ঘটুক। আজকে রাতেই আপনারা দেখবেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস অনেক বেড়ে গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ মিটিং এ অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনতার এ ৫৩ বছরে আমাদের কোন সাংবাদিক লেখেননি আইন-শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। আমি নিজেও একসময় সাংবাদিকতা করছি। আমি এক সময় মর্নিং নিউজে ছিলাম। আমরাও কোনোদিন লিখিনি।

বনশ্রীর স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় তিনি বলেন, গতকালের বনশ্রীর ঘটনা আগে ঘটলে সেটা সবার জানতে দুইদিন সময় লাগতো। কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঘটনা জানা যাচ্ছে। এ জন্যই আমরা ভাবতেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়তো বড় ধরনের সমস্যার মধ্যে আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..