শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর এ্যালিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর উদ্ধার করেছে পুলিশ। প্রেমঘটিত কোনো কারণে তিনি এই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ এলিফ্যান্ট রোডের মাকসুদ টাওয়ারের ৮তলায় একটি কক্ষ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ মর্গে পাঠায়।

মৃত আনিকানওগা জেলার বদলগাছি উপজেলার রহিমপুর গ্রামের ফিরোজ হোসেনেরর মেয়ে। বর্তমানে ৬৫ নং এ্যালিফ্যান্ট রোড মাকসুদ টাওয়ারের অষ্টম তলায় ৮০৩ নম্বর ফ্লাটে থাকতেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রী ,দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানান
রবিবার রাতে খবর আসে, এ্যালিফ্যান্ট রোডের ওই বাসায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাসায় যাই। সেখানে ফ্যানের সাথে ওড়না প্যাচানো গলায় ফাঁস দেয়া ওই শিক্ষার্থীকে দেখতে পাওয়া যায়।

এসআই আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল আনিকা। ওই ফ্ল্যাটে ৪ জন মিলে নিজেরা মেস করে থাকতেন। ফ্ল্যাটের একটি রুমে একা থাকতেন আনিকা। গতরাত ১১টার দিকে তার রুমের দরজা বন্ধ দেখে রুমমেটরা তাকে ডাকাডাকি করেন। তবে রুমের ভেতর থেকে কোন সারাশব্দ পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে নিজেরাই রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন আনিকা। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, প্রেমঘটিত কারণে প্রেমিকের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। ঘটনার বিস্তারিত জানার জন্য বুটেক্সের এক শিক্ষার্থীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানো যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..