শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বাঙলা কলেজে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

আরমানুজ্জামান সৈকত ও শান্তা আক্তার (বাঙলা কলেজ প্রতিনিধি)
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেশের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি, খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি বাঙলা কলেজ শাখার শিক্ষার্থীরা আজ এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সরকারি বাঙলা কলেজের মূল ফটকের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে বর্তমান পরিস্থিতির প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ মিছিলে বাঙলা কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ হাসান ফরহাদ বলেন,”আজ ধর্ষণের পর যারা ভাবছেন আমার বোনের সাথে ও মায়ের সাথে তো হয়নি তাই আমার ধর্ষণের বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন নাই। আগামীকাল দেখবেন আপনার বোনের সাথে ও মায়ের সাথে হয়েছে কিন্তু এর বিরুদ্ধে দাঁড়ানোর লোক খুঁজে পাবেন না। সুতরাং এই পরিস্থিতিতে আপনি আপনার কণ্ঠস্বর শক্ত করুন এবং প্রতিবাদ সমুন্নত রাখুন।”

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া মাসুম বিল্লাহ বলেন, “আমরা আর চুপ থাকতে পারি না। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর আমরা আমাদের বোনদের আর অনিরাপদ দেখতে চাইনা, অপরাধীদের রক্ষা করা নয়, বরং কঠোর শাস্তির আওতায় আনতে হবে। ধর্ষনকারীদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।”

এছাড়াও মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জোড়ালো দাবী জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মানববন্ধনটি শেষ হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..