ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আওয়ামীলীগের লুটেরাদের পতন, আমাদের সংগ্রাম আর লড়াইয়ের ফসল। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আওয়ামীলীগের পতনের পর চাঁদাবাজির আর কোন রাজনীতি বাংলাদেশে ঠাই পাবেনা বলে দাবি করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নরসিংদী জেলার পলাশ উপজেলা শাখার উদ্যোগে ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এই দাবি করেন। পলাশ উপজেলা আহবায়ক মোহাম্মদ কাজল মিয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার ইরতিকা উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ভোটের আগে যেসমস্ত প্রার্থী আপনাদের চা, পান খাওয়াবে, কিছু টাকা গুজে ভোট নেয়ার চেষ্টা করবে মনে করবেন তারা গণশত্রু। ভোটের পর তারাই জবর দখল করবে, লুটপাট করে আখের গোছাবে।
তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, নতুন বাংলাদেশে আর কোন চাঁদাবাজ লুটেরাদের রাজনীতি করতে দেয়া হবেনা। আগামীর রাজনীতি হবে বাংলাদেশ বিনির্মানের নতুন রাজনীতি।
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার সাদাত টুটুল বলেন, আমার বাংলাদেশ পার্টি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা উপস্থাপন করে বলেন আমরা আপনাদের সমস্যা গুলো সরকারের নিকট উপস্থাপন করবো এবং অবিলম্বে কিভাবে স্থানীয় জনগণের সমস্যা সমাধান করা যায় তার উদ্যোগ নেয়া হবে।
আনোয়ার সাদাত টুটুল পলাশ অঞ্চলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও নানা হয়রানির কথা তুলে ধরে বলেন, আপনারা দলে দলে এবি পার্টির হাতকে শক্তিশালী করেন। আমরা পার্টির পক্ষ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনাদের সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
জনসভায় আরও বক্তব্য রাখেন নরসিংদির সংগঠক আব্দুল্লাহ মোল্লা, পলাশ উপজেলা সদস্য সচিব সাদেক মিয়া, যুগ্ম সদস্য সচিব সোলায়মান হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।