আগামি ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এ সন্মেলন। জানা যায়, ২০১৭ সালের ৬ ডিঃ আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আলহাজ্ব মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। ১৬ ফেব্রুয়ারী সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ আয়োজন সফল করতে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ২ টায় নড়াইল শহরের শিল্পকলা একাডেমি চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে নড়াইল জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে জেলা বিএনপির সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন ও সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সন্মেলনে সভাপতি পদে অংশ নিচ্ছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার), জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি মন্ডল (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম (দেওয়ালঘড়ি), বর্তমান সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ফেরদৌস রহমান (মই), দপ্তর সম্পাদক টিপু সুলতান (গোলাপফুল), জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাড. মাহাবুব মোর্শেদ জাপল (তালা), ও খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা, গ্রেফতারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি। খানিকটা দেরীতে হলেও এবার জেলা বিএনপি বড় আয়োজনে সম্মেলন করতে যাচ্ছে। এদিকে সম্মেলনকে ঘিরে জেলা ও উপজেলা শহর, শহরতলী ও গ্রামের আনাচে কানাচে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে ভোটার ও নেতাকর্মীদের মাঝে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে এটা খুবই আনন্দের বিষয়। গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচিত হলে, তারা আমাদের মূল্যায়ন করবে। নির্বাচিত নেতারা বিএনপিকে শক্তিশালী করবে। মানুষের পাশে দাঁড়াবে। নেতা-কর্মীদের মূল্যায়ন করবে। দপ্তর সম্পাদক টিপু সুলতান জানান, এর আগে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হয়নি। আমি নির্বাচনে একজন প্রার্থী। আশা করি নির্বাচনে বিজয়ী হবো। সম্মেলন সফলভাবে শেষ হবে বলে আমি আশা করছি। সাধারণ সম্পাদক পদের আরেক প্রার্থী শাহরিয়ার রিজভী জর্জ বলেন, বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। আর এ রাজনৈতিক দলে গণতন্ত্র অব্যাহত থাকবে এটাই স্বাভাবিক। ১৭ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গণতান্ত্রিক ধারায় বিএনপিকে গড়ে তুলতে চাই। জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের দল। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা সন্মেলন শেষ করবো। আওয়ামী লীগের দীর্ঘদিনের অত্যচার-নির্যাতনের পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। কাউন্সিলরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচিত করবেন এটাই চাওয়া।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তারিকুজামান লিটু বলেন,
ইতিমধ্যেই নির্বাচন সম্পন্ন কারার সকল কার্যক্রম আমরা সম্পন্ন করতে পেরেছি । আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।