শরীয়তপুরের জাজিরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চলাকালে মিলন বেপারী(৫৫) নামের এক ব্যক্তির মৃ’ত্যুর ঘটনা ঘটেছে।
মোঃ নাদিম হোসেন (জাজিরা প্রতিনিধি,শরীয়তপুর)
গতকাল শনিবার(২৫ জানুয়ারি) দিবাগত রাত ৯.৪৫ এর দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবী ডিবির মারধরের শিকার হয়ে তার মৃ’ত্যু হয়েছে। তবে পুলিশ বলছে আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে অসুস্থ হয়ে তার মৃ’ত্যু হয়েছে।
নিহত মিলন বেপারী ওই এলাকায় মৃ’ত আমজাদ বেপারীর ছেলে। তিনি একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।
ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি কোনো অফিসারের অসদাচরণ থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম