মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী সলিমুদ্দিন মাদবরের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাজী নওয়াব আলীর বড় ছেলে, কাদের ফকির(৪৫) ও ছোট ছেলে আব্দুল ফকির(৩৫), কাদের ফকিরের ছেলে সাব্বির(১৪) ও তার স্ত্রী হেনা বেগম।
এলাকাবাসী জানায়, নাওডোবা ইউনিয়নের হাজী সলিমুদ্দিন মাদবরের কান্দি গ্রামের হাজী নওয়াব আলীর দুই ছেলে সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে আব্দুল ফকির ধারালো অস্ত্র দিয়ে আপন বড় ভাই কাদের ফকিরের উপর হামলা করে। পরে কাদের এর ছেলে ও স্ত্রী ছাড়াতে গেলে তাদের উপরেও হামলা করে আব্দুল। এতে হেনা বেগম গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।