বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন যে কারনে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন নেত্রকোণায় নাশকতা মামলায় যুবলীগের সভাপতিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার জুলাইয়ে বীর শহীদদের প্রতি এবি পার্টির নব নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন বছর ধরে মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে যাচ্ছেন কালাম নেত্রকোণায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী কারাগারে   জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে লিফলেট বিতরণ করেন সা’দত কলেজ বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শাহ আলম পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নারী উদ্যোক্তা তনির স্বামী শাহাদাৎ মারা গেছেন

দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি তনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন,
রোবাইয়াত ফাতিমা তনি তার ফেসবুকে লিখেছেন, ‘সে আর নাই, ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে’।
অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাৎ হোসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। দুইমাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন।
তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার স্বামী শাহাদাৎ হোসাইন ৩৮ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখেও পড়তেন এই নারী উদ্যেক্তা। তবে এসবে তার কোনও তোয়াক্কা নেই। দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে।
শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই উদ্যেক্তা। দেশের বুকে তার ১২টি শোরুম রয়েছে।
তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..