মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের ২৫২ এসআই অব্যাহতি.. স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গ্রেফতার শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা বিচারপতি অপসারণের ক্ষমতা পেল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল জামায়াত নেতার দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল; প্রতিবাদে বিক্ষোভ  কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শরণখোলা ইসলামী আন্দোলনের গণসমাবেশ। ভালুকায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় দখলের অপচেষ্টার অভিযোগ মেয়র আতিকুল ইসলামকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত। গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

জাবিতে ৭ম জাতীয় গণিত অলিম্পিয়াডের ফল প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত ৭ম জাতীয় গণিত অলিম্পিয়াড- ২০২০ এর ফল প্রকাশিত হয়েছে।

বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুন রাতে ফেসবুক লাইভে আনুষ্ঠানিকভাবে অলিম্পিয়াডের ফল ঘোষণা করা হয়েছে।

ফল ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।

শ্রেণি বিভাজনের ভিত্তিতে অলিম্পিয়াডে তিনটি ক্যাটাগরি ছিল। ‘এ’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে রাজধানীর সাউথ ব্রিজ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাবিলা আলী, ‘বি’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির অমর্ত্য হালদার এবং ‘সি’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে রংপুর ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণির সাইয়্যেদ মাশরুর আহনাফ আর রাফি।

অলিম্পিয়াডের পূর্ণাঙ্গ ফলাফল জাবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইটে exam.juscbd.org দেখা যাবে।

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবারের গণিত অলিম্পিয়াড অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।

জাবি সায়েন্স ক্লাবের সভাপতি তারেক আজিজ বলেন, তিনটি ধাপের এই পরীক্ষা আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করেছি এবং প্রতিযোগীদের মেধার সঠিক মূল্যায়ন হয়েছে।

তিনি আরও বলেন, অতিদ্রুত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৈজ্ঞানিক কাজে বিশেষ অবদান রাখার জন্য গুণীজন সম্মাননা এবং বর্ষসেরা গবেষকের পুরস্কারও প্রদান করা হবে।

ফল ঘোষণা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সনেট।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..