শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
৫০ লাখ টাকা চাঁদাবাজি : পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেন,আলহাজ্ব আনিসুল হক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, মাঠেই চলছে শিশুদের ক্লাস লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ইউকে বাংলা” প্রেস ক্লাবের ‘দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মোহনগঞ্জে ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরি, গ্রেফতার-২ খোকসায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়ায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

 

নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শনিবার ( ৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান লোহাগড়া উপজেলার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান উক্ত মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউএনও ফাতিমা আজরিন তন্বী, সহ-সম্পাদক কিশোর রায়, রূপক মুখার্জি, গৌতম দেওয়ান, কোষাধ্যক্ষ তপন রায়, স্বরুপ  চক্রবর্তী, পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব।
এরপর জেলা প্রশাসক ছাতড়া সার্বজনীন দূর্গা মন্দির, কুন্দশী  সার্বজনীন দূর্গা মন্দির, লোহাগড়া গৌর-নিতাই জিউর মন্দিরসহ বেশ কয়েকটি মন্ডব ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় জেলা প্রাশসক  শারমিন আক্তার জাহান হিন্দু ধর্মাবল্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহবান জানান।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। তিনি সুষ্ঠুভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পূর্ণ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, লোহাগড়া থানার এসআই মামুন হোসেন প্রমূখ।
লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) শংকর অধিকারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর রায়, সাধারণ সম্পাদক সুদর্শনকুন্ডু ছোটন,সিনিয়র
সাংবাদিক রূপক মুখার্জিসহ প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..