শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সা’দত কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী হলেন সমাজকর্ম বিভাগ মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার লোহাগড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৫ দফা দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ও মিছিল দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

সাভারে তিনশত পিছ ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা আব্দুল হামিদকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উওর গোয়েন্দা পুলিশ (ডিবি) । এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপনকে গ্রেফতার করতে না পারলেও তার স্ত্রী পপি আক্তারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে বিরুলিয়ার খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ।পুলিশ ও স্থানিয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালানো হয় । এসময় সেখানে থাকা যুবলীগ নেতাকে পাওয়া যায় । পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার কর করা হয়। বিরুলিয়া ইউনিয়নের একাধিক স্থানীয়রা বলেন, সাভার পৌর এলাকাক শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন । পরে পৌর এলাকা থেকে চলে এসে খনিজনগর এলাকায় যুবলীগ নেতার ছত্র ছায়ায় তার মাদক ব্যবসা পরিচালনা করে আসছে । এছাড়াও ওই যুবলীগ নেতা বেশ কিছু দিন ঝুট ব্যবসা দখলের জন্য গুলি ছুড়ে । এমনকি অবৈধ অস্ত্র নিয়ে মহড়াও দিতে দেখা গেছে তাকে । এছাড়াও ২০১৫ সালে অস্ত্রসহ এই যুবলীগ নেতা র্যাবের হাতে গ্রেফতার হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বপনের স্ত্রী ও যুবলীগ নেতা হামিদকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি ।এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজান বলেন, মাদকসহ গ্রেফতার সরাসরি রাষ্ট্রবিরোধী কাজ । এছাড়াও তিনি বিষয়টি খোজ নিয়ে তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..