মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় হজ্ব গমনে ইচ্ছুক হাজীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার বিতরণ  কক্সবাজার জেলায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার মহসিন ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী সোলায়মান লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজের দূর্নীতিবাজ সভাপতি রাশিদুল বাশার ডলারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মিল্টন ব্লেড-ছুরি দিয়ে নিজেই অপারেশন করতেন, তথ্য জানালো ডিবি মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু।

নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই 

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

 

নড়াইল সদর উপজেলায় এক কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ৪০ শতাংশ জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়া বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষকের অভিযোগ পরিকল্পিতভাবে তার পানের বরজে আগুন লাগানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক কুমার সদর উপজেলার বুড়া বাদুড়িয়া গ্রামের মৃত রামপদ করের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক কার্তিক কুমার দীর্ঘদিন ধরে ৪০ শতাংশ জমিতে পানের চাষ করে আসছিলেন। বরজের পান বিক্রি করেই চলতো তার সংসার। শুক্রবার ভোরে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কৃষকের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃষক কার্তিক কুমার বলেন, ‘শুক্রবার সকালে বরজে পান ভাঙতে গিয়ে দেখি কে বা কারা আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। বরজের পান বিক্রি করেই চলতো আমার সংসার। এর আগেও আমার এই পানের বরজ থেকে পান চুরি হয়ে যেত। আমি এখন কিভাবে সংসার চালাব। আমি এ ঘটনার বিচার চাই।’
কার্তিকের ছোট ভাই মিন্টু কর বলেন, ‘গত বছরের ২৬ অক্টোবরে আমার বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়ে গেছে। আজ আমার দাদার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখন পুরো নিঃস্ব হয়ে গেছি।’
এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ বলেন, ‘আমার এলাকায় কৃষক কার্তিকের পানের বরজে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনা শোনার পর সকালে জায়গাটা পরিদর্শন করেছি। কার্তিক ওই জমিতে বরজ করেই তার সংসার চালাত। ঘটনাটি দুঃখজনক। এই কাজটা যেই করে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমিসহ বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..