রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

দেলোয়ার চৌধুরী:লাকসাম কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কুমিল্লা জেলার লাকসাম উপজেলা বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা পরিষদের মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শন উদযাপন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. রকিবুল হাসানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ. কে. এম. রকিবুল হাসান জানান, এবার প্রদর্শনীতে ৪২টি স্টল অংশগ্রহণ করে। এরমধ্যে রয়েছে- গবাদিপশুর ওষুধ ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, পশু ও পাখির খামার, দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন: গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, সৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

আলোচনা শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা প্রদর্শনীতে ছিলো প্রায় ৪২ টি স্টল। সেই সব স্টলগুলোতে প্রাণী সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তির যন্ত্রপাতি এবং বিভিন্ন গৃহপালিত পশু-পাখি স্টলগুলোতে থাকা খামারিদের মাধ্যমে প্রদর্শিত হয়।এছাড়াও সুফলভোগী খামারিরা তাদের তাদের সুযোগ -সুবিধার কথা তুলে ধরেন উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ উদ্ধোধন করেন। যা সরাসরি সকল প্রাণিসম্পদ দপ্তরে মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..