দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
মঙ্গলবার (১৫ জুন) কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের আহ্বান জানাই। বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, অর্থনৈতিক সমৃদ্ধিও আনবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল প্রমুখ।