রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইজতেমা মাঠে ৩ খুনের মামলায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার লক্ষীপুর জেলার রায়পুর থানার ৬ নং কেরোয়া ইউপি সদস্য আরিফ হোসেনের হত্যা রহস্য উদঘাটন সহ ৪ আসামী  পি বি আই কর্তৃক গ্রেফতার নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিল,গ্রেফতার-৬ মোহনগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা যথাযথ মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : জামায়াত আমির প্রেসক্লাবের নির্বাচনে খোকন সভাপতি,মাসুম সম্পাদক সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষের ঘটনায়, সাদপন্থী   জিয়া বিন কাসেমকে গ্রেফতার   সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না: মির্জা ফখরুল আগামী ১৬ ডিসেম্বরের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে,উপদেষ্টা ড. আসিফ নজরুল

গুরুদাসপুরে ১০ কোটি টাকার গুড় বাণিজ্য

রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
 শীত এলেই নাটোরের গুরুদাসপুরে খেজুরের রস সংগ্রহ ও গুড় উৎপাদনে ব্যস্ত সময় পার করেন উপজেলার গাছিরা। এখন সেখানে খেজুরের রস থেকে তৈরি গুরে জমজমাট ব্যবসা চলছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে- উপজেলার ৫০ হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে।প্রতি হেক্টর জমি থেকে গড়ে প্রায় ৮ টন গুড় উৎপাদন হয়।শীত মৌসুমে প্রতিটি গাছ থেকে গড়ে ১৭৪ কেজি রস পাওয়া যায়। প্রতিটি গাছের রস থেকে প্রায় ১৭ দশমিক ৪০ কেজি গুড় উৎপাদন হয়।এতে চলতি মৌসুমে প্রায় ৪ লক্ষ কেজি খেজুর গুড় উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ১০কোটি টাকা।
সরেজমিন ঘুড়ে দেখা গেছে-গুরুদাসপুরের ৬ টি ইউনিয়নের সড়ক ও জমির আইল,বাড়ির আঙিনায় ছড়িয়ে আছে ২ লক্ষাধিক খেজুরের গাছ।এর মধ্যে রস আহরণযোগ্য গাছ রয়েছে দেড় লক্ষাধিক।সেসব গাছ থেকে প্রায় ৪ হাজার গাছি এখন রস আহরণে ব্যস্ত সময় পার করছে।খেজুর গাছের রস সংগ্রহ কার্যক্রমে উপজেলার প্রায় ৩ হাজার পরিবার নির্ভরশীল।
 উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের সাইদুল জানান, চলতি মৌসুমের শুরুতে তিনি তার ৩০টি খেজুর গাছ থেকে রস আহরণ শুরু করেন। বর্তমানে ২০টি গাছ থেকে রস আহরণ করছেন। প্রতিদিন একটি গাছ থেকে গড়ে ১ হাঁড়ি রস পাওয়া যায়। স্থানীয় বাজারে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে গুড় বিক্রি করেন। এতে প্রতিদিন তার প্রায় ১ হাজার ৪০০ টাকা আয় হচ্ছে। এ ছাড়া খেজুরের রস ৪০ থেকে ৫০ টাকা হাঁড়ি দরে বিক্রি করেন।
 উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামের মেহের জানান, প্রতি বছর ৫০ থেকে ৬০টি গাছ থেকে রস সংগ্রহ করেন। বাড়িতেই গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন। কোনো কোনো সময় বাড়ি থেকেও গুড় বিক্রি হয়।
 উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তনগর গ্রামের ফারুক জানান, তিনি প্রতিদিন ২০ থেকে ২৫টি খেজুর গাছের রস আহরণ করেন।
উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলশা গ্রামের রজব আলী জানান,৪০ থেকে ৫০টি খেজুর গাছের রস আহরণ ও গুড় তৈরি করে বিক্রি করেন।
গুরুদাসপুরের শিক্ষাবিদ আনিছুর রহমান বলেন, ‘ছোট বেলা থেকেই দেখে আসছি, শীতের সকালে গুরুদাসপুরে সব বয়সী নারী-পুরুষ, শিশু, যুবকরা মুড়ির সঙ্গে খেজুরের রস খেয়ে অভ্যস্ত। তবে সম্প্রতি নিপাহভাইরাসের বিষয়টি গণমাধ্যমে প্রচারের পর থেকে অনেকেই কাঁচা রস খাওয়া ছেড়ে দিলেও খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করে খান।’
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ “দৈনিক সংগ্রাম প্রতিদিন” কে বলেন,‘খেজুরের রস ও গুড় দুটোই মানুষের কাছে খুব প্রিয়। তবে কাঁচা রস না খেয়ে গুড় খাওয়া ভালো।’
তিনি আরও বলেন,গুরুদাসপুরে  খেজুর গুড়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানীয় গুড় তৈরির ও বাজারজাতকরণ করণের জন্য হাট বসে। শীতজুড়েই গুরুদাসপুরে সকল হাট-বাজারে খেজুরের গুড় পাওয়া যায়। যা জেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ সারা দেশে পাঠানো হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..