পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুনমুখা নদীতে টিসিবির পন্য বোঝাই ট্রলারের সাথে যাত্রিবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ ১ জনের মৃতদেহ উদ্ধার।
লাশ আনতে গিয়ে নিজেই লাশ হয়ে ফেরলেন বাড়িতে। ঘটনাটি ঘটে গতকাল ৯ জানুয়ারি রাত ৭.৪০ মিনিট এর দিকে আগুনমুখা নদীতে। টিসিবির পন্য বোঝাই ট্রলারের সাথে যাত্রিবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রলারে ৭ ব্যক্তি মধ্যে ৬ জনকে উদ্ধার করতে পারলেও ছালাম খানকে উদ্ধার করতে পারনি। নিহত ব্যক্তি চর বিশ্বাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দক্ষিণ চর বিশ্বাস এলাকার ছালাম খান, পেশায় একজন ডেকারেটর ব্যবসায়ী। নিহতের লাশ আজ সকাল ৭টার দিকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজে স্থানীয় জেলে, পুলিশ, ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নিয়োজিত থাকেন। লাশ উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আশা হয়। এবং ময়না তদন্তের জন্য কাজ চলমান রয়েছে।