বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের রিমান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করেছে জনতা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ- এবি পার্টি পাটকেলঘাটায় আবারও সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ। প্রধান উপদেষ্টা বলেন, পচা বাংলাদেশ থেকে তরতাজা বাংলাদেশ করে রেখে যাবো নড়াইলে  ট্রাক চাপায় নাতিসহ ৩ জন নিহত. আহত ১ ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ 

নড়াইল -২ আসনে মাশরাফি বিন মর্তুজার গনসংযোগ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

নড়াইল- ২ আসনে আওয়ামী লীগের মনোনীত সাংসদ প্রার্থী আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্তজা এলাকার উন্নয়নের লক্ষ্যে নৌকা  প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার (৩ জানুয়ারি ) নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের নারান্দিয়া, মরণ মোড়, চাচই, জয়পুর, লোহাগড়া ইউনিয়নের কাউড়িখোলা, কালনা বাজার, লক্ষ্মীপাশা  ইউনিয়নের বাঁকা বেলতলা, ঝিকড়া, নোয়াপাড়া স্কুল মাঠ, বয়রা স্কুল মাঠ, লোহাগড়া পৌরসভার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, লক্ষ্মীপাশা বাউতি পাড়া, এলাকায় গণসংযোগ করেন এবং পথ সভায় বক্তব্য রাখেন । বুধবার (৩ জানুয়ারী ) বিকালে লোহাগড়া পৌরসভার আর এল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে নড়াইল জেলা আওয়ামী যুব মহিলা লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।  নড়াইল জেলা আওয়ামী যুব মহিলালীগের সহ-সভাপতি রজিয়া সুলতানা চামেলির সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী যুব মহিলালীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, নড়াইল জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি রজিয়া সুলতানা চামেলী, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও লোহাগড়া যুবলীগের সভাপতি  আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় মাশরাফি বিন মোর্তজা বলেন, নড়াইল জেলা একটি সম্ভাবনাময়ী জেলা, শিক্ষিত তরুণ যুবকরা পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হতে হবে। ঘরে বসে একটি কম্পিউটার দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। আর এসব তরুণ যুব সমাজের জন্য আমি নড়াইলে প্রতিষ্ঠা করেছি নড়াইল আইটি পার্ক সহ ইকোনমিক্স জোন।   আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বন্ধু, আপনাদের সুখে দুখে সব সময় আমি আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী ৭ তারিখ পর্যন্ত আপনারা আমাকে দেখবেন। ৭ তারিখের পরে আপনাদের দায়িত্ব আমি আবারও কাধে নেব। আপনাদের সকল দাবি দাওয়া আমি পূরণ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। গত ৫ বছরে নড়াইল ২ এ যে কাজ করেছি ইনশাআল্লাহ আরেকটা সুযোগ পেলে বা আপনারা সুযোগ দিলে বাকি কাজগুলো সঠিক ভাবে করতে পারবো। আগামী ৭ জানুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নন্দিত ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা  আরো বলেন ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও নিরপক্ষ হবে। জয়ের ব্যাপারে আমি  শতভাগ আশাবাদী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..