রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩ পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির হলে মাদক বানিজ্য সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান

কুমিল্লা মুরাদনগর উপজেলায় উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রধানদের মাঝে বই বিতরন

আব্দুল্লাহ আল মাহফুজ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধঃ
  • আপলোডের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩ শত ৫৩টি বিদ্যালয়ের প্রায় ৬০ হাজার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরনের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।
বুধবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরনের কাজ শুরু করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪৯টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ষাট হাজার শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৩ লক্ষ ৩০ হাজার টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে। এবং ১ জানুয়ারী সোমবার বই উৎসবের মাধ্যমে শিশুদের মাঝে বই বিতরনের শুভ উদ্বোধন করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মদন গোপাল চক্রবর্তী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিরি সভাপতি রেবেকা সুলতানা, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মাঝি, কচুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুছুর রহমান, গোমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন বেগম শিউলি, বাবুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রহমান, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, পান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদুল জামানসহ স-স স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..