গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মো: লিমন সিকদার নামে ০১ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর | আটকের সময় তাদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ রবিবার দুপুর ১: ৩০ মিনিট গোপালগঞ্জ বিসিক ব্রীজ সংলগ্নে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা সময় তাকে আটক করা হয় | জানা যায় তার বাড়ী ফরিদপুর জেলায় নগরকান্দা থানাধীন ভাটিয়াপাড়া গ্রামে | ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট রনটিব পোদ্দার ( সহকারী কমিশন) তাকে ১০০ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয় |
গোপালগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাজী কামরুজ্জামান জানান গোপালগঞ্জ কোন মাদক ব্যবসায়ী, সেবনকারী থাকবে না এবং গোপালগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার জন্য অভিযান চলমান থাকবে |