সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে সমর্থন করলেন অপর প্রার্থী এস এম ফেরদৌস রহমান নেত্রকোণায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন ধর্মপাশায়, অবৈধভাবে  মাটি উত্তোলন করায় দুইজন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড,অ্যাক্সেভেটর ও লরি গাড়ি জব্দ। পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ, আসছে নতুন দল আওয়ামী ফ্যাসীবাদের পতনের পর চাঁদাবাজির আর কোন রাজনীতি বাংলাদেশে ঠাঁই পাবেনা – ব্যারিস্টার ফুয়াদ নড়াইল জেলা বিএনপির সন্মেলন ১৬ ফেব্রু: জেলা জুড়ে সাজসাজ রব  শরণখোলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।  নেত্রকোণায় বসন্তকালীন সাহিত্য উৎসব নেত্রকোণায় নারী অধিকার নিয়ে লোকগীতি ও পথনাটক সা’দত কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রামপালে ২৪ লাখ টাকা ব্যায়ে নির্মিত ২ টি পাবলিক টয়লেট দীর্ঘদিন তালাবদ্ধ 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

রামপাল সদরের খেয়াঘাটে ও পুরাতন বাসস্ট্যান্ডে মোট ২৩ লক্ষ ৭৮ হাজার ৯১১ টাকা ব্যায়ে নির্মিত দুইটি পাবলিক টয়লেট দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় তা কোন কাজেই আসছে না। পথচারীদের স্যানিটেশনের সুবিধার্থে টয়লেট দুইটি নির্মাণ করা হয়। আদৌ পাবলিক টয়লেট দুটি নির্মাণে এত টাকা ব্যায় করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডে ও সদর খেওয়াঘাটের জনসাধারণ ও পথচারীদের স্যানিটেশন সমস্যার সমাধানে টয়লেট নির্মাণ প্রকল্প দুইটি বাস্তবায়ন করা হয়েছে। রামপাল উপজেলা এলজিইডি ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে। এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. গোলজার হোসেন জানান, ইউটিএনআইডিপি’র প্রকল্পের অধীনে গত ইংরেজি ২০১৯ সালে নির্মাণ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মঞ্জু এন্টারপ্রাইজ খুলনা ১০ লক্ষ ৫৫ হাজার ৯১১ টাকা ব্যায়ে নির্মাণ সম্পন্ন করে। চলতি বছরের জুন মাসে নির্মাণ সম্পন্ন করে তা হস্তান্তর করে। পার্বতীতে টয়লেটসহ টিউবওয়েলটি উপজেলা প্রশাসনের কাছে বুঝে দেওয়া হয়। এরপর সেটি কি অবস্থায় রয়েছে বা মেইনটেইনেসের জন্যে কমিউনিটির কারো কাছে হস্তান্তর করা হয়েছে কি না সেটি তিনি জানাতে পারেননি।
রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন জানান, পল্লী অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অধীনে গত ২০২০ সালে ওয়েলকাম মটরস্ নামরে ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩ লক্ষ ২৩ হাজার টাকা ব্যায়ে নির্মাণ শুরু করে। গত ইংরেজি ৩১-১২-২০২১ তারিখ নির্মাণ সম্পন্ন করে তা হস্তান্তর করে। এটি স্হানীয় এখলাস গাজী নামের একজন দেখভাল করেন বলে জানা গেছে। তবে তার প্রতিনিধি একরামত দোকান্দার জানান, এখানে লোক সমাগম না থাকায় দিনের অধিকাংশ সময় টয়লেটটি বন্ধ থাকে।
স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে বলেন, বিপুল পরিমাণ টাকা ব্যায়ে টয়লেট দুইটি নির্মাণ করে তা তালাবদ্ধ রাখা হয়েছে। এতে মানুষের কোন কাজেই আসছে না। পথচারীরা মাঠে ঘাটে যত্রতত্র মলমূত্র ত্যাগ করছে। এতে পরিবেশের দারুণ ক্ষতি হচ্ছে। দ্রুত তালা খুলে পথচারীদের জন্য টয়লেট দুইটি উম্মুক্ত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করেছেন পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রকল্প দুটির বিষয়ে তার কাছে কোন রেকর্ড নেই। খোঁজ খবর নিয়ে জানাতে পারবো। তবে তিনি জানান, পাবলিক টয়লেট তালাবদ্ধ থাকার বিষয়টি দুঃখজনক। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করবো। #

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..