বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ  উপটুয়াখালী মাদরাসা সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জনসহ ও মানববন্ধন   যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে, মাশরাফীসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার শেখ হাসিনার বিচার, সরাসরি সম্প্রচার করা হবে. রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত, বগুড়ায় হিরো আলমকে কান ধরিয়ে ওঠবস করানোর ও মারধর করার অভিযোগ  পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের পুলিশ সুপার তৌহিদুল আরিফ

গাজীপুরে চা বিক্রেতা আরিফ হত্যার রহস্য উদঘাটন ও গ্রেফতার ২

নুরে আলম গাজীপুর
  • আপলোডের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 গাজীপুরে চা-পান বিক্রেতা আরিফ নামের এক কিশোরকে হত্যার মূল রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) মধ্য রাতে গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকায় এ হত্যাকান্ড সংঘটিত হয়। পরে থানা পুলিশ বুধবার(৪ অক্টোবর) কুমিল্লা জেলার লাকসাম থেকে হত্যাকারীদের গ্রেফতার করে।

হত্যাকাণ্ডের শিকার নিহত কিশোর মোঃ আরিফ(১৯) গাজীপুরের কাপাসিয়া থানার জামাদি গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে। আরিফ গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকায় চা-পান দোকানী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপি’র উপ পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।   তিনি আরো জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চা-পান দোকানদার আরিফকে হত্যা করা হয়। হত্যাকারীরা আরিফের দোকানের ক্রেতা ছিলেন। চা-পান, সিগারেট বাবদ তিন’শ টাকা বাকি করেন হত্যাকারীরা। বাকী টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে প্রথমে মারপিট ও পরে সুইচ গিয়ার চাকু দিয়ে কুপিয়ে আরিফকে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু ওই এলাকার কাউন্সিলের গলির পরিত্যাক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
জিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষদের দিক নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..