২ অক্টোবর (২৩) সোমবার রাত ৮টার দিকে লাকসাম দৌলতগঞ্জ রেল স্টেশন এলাকায় নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল ইসলাম (৩২) নামের এক স্কুল শিক্ষক ।
নিহত সাইফুল ইসলাম পৌরসভার ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন গনিত ও বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সে উপজেলার ২ নং মুদাফফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া গ্রামের মিয়াজি বাড়ির সাবেক শিক্ষক সুলতান আহমেদের ছেলে।
লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু জানান, লাকসাম জংশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী
উপকুল এক্সপ্রেস ট্রেনটি রাত ৮ টার দিকে নোয়াখালী রেললাইনের দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে সরকারি খাদ্য গুদামের সামনে পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশে মুত্রত্যাগ করে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম দৈনিক সংগ্রাম প্রতিদিনকে জানান, ঘটনাটি শুনার পর তাৎক্ষণিকভাবে দ্রুত লাশ উদ্ধারের জন্য রেলওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম কে নির্দেশ দেন।
আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে রাত ৯ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের মৃহদেহ হস্থান্তর করা হবে বলে জানান তিনি।