বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে নড়াইলে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মানুষ রাস্তায় নেমে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। শামসুজ্জামান দুদু।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

পুলিশ থানা ছেড়ে এবং প্রশাসন ঘর ছেড়ে পালাবে মানুষ রাস্তায় নেমে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মানুষ রাস্তায় নেমে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। শামসুজ্জামান দুদু বলেন, মনে রাখতে হবে, বিপদ ধেয়ে আসছে। আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে এত বিপদ দেখিনি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করলে বর্তমান সরকার ফেঁসে যাবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, জেদ ধরে লাভ নেই, আপনার সরকারের সময় শেষের দিকে। যাওয়ার সময় হয়ে গেছে। নির্বাচন আপনি করতে পারবেন না। নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়ে আদালত বেকায়দায় পড়ে গেছে। আমেরিকাও আদালতকে ভিসানীতির আওতায় নিয়ে এসেছে। এ সরকার শেষের দিকে চলে এসেছে।

দুদু বলেন, বর্তমান সরকার গত ১৫ বছর অনেক খারাপ কাজ করেছে। শেষ সময়ে কিছু ভালো কাজ করলে জনগণের রোষানল থেকে বাঁচতেও পারে। জনগণের দাবির অনুকূলে পরাজয় স্বীকার করা ইতিবাচক।

তিনি আরও যোগ করেন, খালেদা জিয়া ১৯৯৬ সালে আন্দোলনের সময় কেয়ারটেকার মেনে আইন পাস করে পার্লামেন্ট ভেঙে পদত্যাগ করেছিলেন। যা গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত।

আলোচনা সভায় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের সভাপতি গোলাম সরোয়ার সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..