শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শাপলা যদি প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও পারবে না: সারজিস আলম সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল, পদ্মা সেতুর পাশে মাঝিরঘাট জিরো পয়েন্টে ভয়াবহ নদীভাঙন – জীবন ও জীবিকার সংকট লোহাগড়ায় বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ 

মানুষ রাস্তায় নেমে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। শামসুজ্জামান দুদু।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

পুলিশ থানা ছেড়ে এবং প্রশাসন ঘর ছেড়ে পালাবে মানুষ রাস্তায় নেমে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মানুষ রাস্তায় নেমে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। শামসুজ্জামান দুদু বলেন, মনে রাখতে হবে, বিপদ ধেয়ে আসছে। আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে এত বিপদ দেখিনি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করলে বর্তমান সরকার ফেঁসে যাবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, জেদ ধরে লাভ নেই, আপনার সরকারের সময় শেষের দিকে। যাওয়ার সময় হয়ে গেছে। নির্বাচন আপনি করতে পারবেন না। নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়ে আদালত বেকায়দায় পড়ে গেছে। আমেরিকাও আদালতকে ভিসানীতির আওতায় নিয়ে এসেছে। এ সরকার শেষের দিকে চলে এসেছে।

দুদু বলেন, বর্তমান সরকার গত ১৫ বছর অনেক খারাপ কাজ করেছে। শেষ সময়ে কিছু ভালো কাজ করলে জনগণের রোষানল থেকে বাঁচতেও পারে। জনগণের দাবির অনুকূলে পরাজয় স্বীকার করা ইতিবাচক।

তিনি আরও যোগ করেন, খালেদা জিয়া ১৯৯৬ সালে আন্দোলনের সময় কেয়ারটেকার মেনে আইন পাস করে পার্লামেন্ট ভেঙে পদত্যাগ করেছিলেন। যা গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত।

আলোচনা সভায় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের সভাপতি গোলাম সরোয়ার সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..