মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যুবককে কুপিয়ে জখম,ভয়ে এলাকা ছাড়া পরিবার লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়  মিষ্টি বিতরণ সা’দত কলেজে সাহিত্য সপ্তাহে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত ভারতের মিডিয়া ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল আহত, হাসপাতালে ভর্তি শরণখোলায় জামায়তের শিক্ষা শিবির অনুষ্ঠিত। লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবীতে ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ আটক ৫ 

সিংড়ায় পাট উৎপাদন খরচের সঙ্গে বাজার মূল্যের অসমতা- শঙ্কায় কৃষকেরা

আমিনুল হক সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

 নাটোরের সিংড়া উপজেলায় চলতি মৌসুমে পাট কাটা ও জাগ দেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর পাট আবাদের সময় প্রথম দিকে আবহাওয়া অনুকূলে না থাকলেও, পরবর্তীতে সময়ে বৃষ্টি হওয়ায় পাটের ফলন আশানুরূপ হয়নি । বর্ষার সময় খাল বিলে পানি আসায় পাট জাগ দিতেও তেমন বিড়ম্বনা পোহাতে হচ্ছে না কৃষকদের। তবে উৎপাদন খরচের সঙ্গে বাজার মূল্যের অসমতার কারণে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।

সেমবার (৪ সেপ্টেম্বর) সরেজমিন উপজেলার কলম, চামারি, হাতিয়ান্দ, লালোর, শেরকোল সহ বিভিন্ন  ইউনিয়নে ঘুরে দেখা যায়, এখন পাট কাটা ও জাগ দেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকরা বলছে, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে না থাকলেও, পরবর্তী সময়ে বৃষ্টি হওয়ায় পাটের ফলন কিছুটা ভালো হয়েছে। ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় রয়েছেন তারা।

এব্যাপারে হাতিয়ান্দহ ইউনিয়নের অন্তর্গত নলবাতা গ্রামের প্রান্তিক কৃষক শ্রী রামকৃষ্ণ ( ৬৫) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এবার অতিরিক্ত খরার কারণে পাটগাছ পরিমাণ মত লম্বা ও মোটা হতে পারেনি, সেজন্যই ফলন তুলনামূলক কম হয়েছে। গত বছর এক বিঘাতে ৯ থেকে ১০ মন পরিমাণে পাট হয়েছিল অথচ এবার ঐ জমিতেই ৬ থেকে ৭ মন হারে পাট হয়েছে। একদিকে ফলনে ঘাটতি ওপর দিকে বাজার মুল্য কম, সব মিলে এবারে পাট চাষে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর পাটের সর্বোচ্চ বাজার মূল্য ২৪০০-২৬০০ শত টাকা। যা গতবারের চাইতে চার-পাঁচ শত টাকা কম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পাটের বিভিন্ন জাত যেমন, জেআরও ৫২৪ জাতের আবাদ হয়েছে ১৬৭০হেক্টর, কর্তন ১৬৭০হেক্টর, ফলন ২,৫ টন, মোট উৎপাদন ৪১৭৫ মেঃটন। তোষা পাট -৮(রবি ১) জাতের আবাদ ১৬৯ হেক্টর, কর্তন ১৬০হেক্টর, ফলন ২,৫৫  টন হেক্টর, মোট উৎপাদন ৪০৮ মেঃটন। ও-৯৮৯৭ জাতের আবাদ ২০হেক্টর, কর্তন ২০হেক্টর, ফলন ২,১টন হেক্টর, মোট উৎপাদন ৪২মেঃ টন।
চলতি মৌসুমে এ উপজেলায় সর্বমোট ১ হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। যার ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৪২৫ মেঃটন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, এ বছর ৩ জাতের পাটের বীজ ১ কেজি পরিমাণে প্রতি কৃষকের মাঝে সিংড়া কৃষি অফিস থেকে প্রদান করা হয়েছে। এবং কৃষকদের এ ব্যাপারে পরামর্শ প্রদান সহ সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে। এ বছর পাটের রোগবালাই ও পোকা মাকড়ের আক্রমণ কম হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে পূর্বের চাইতে বেশি ভালো ফলন হতো বলে মনে করেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..