শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩ পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির হলে মাদক বানিজ্য সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ।

গাজীপুরে টঙ্গীতে আন্তঃজেলার ৬ ডাকাত  সদস্য  গ্রেপ্তার  

নুরে আলম গাজীপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাননীয় পুলিশ কমিশনার   বি পি এম. পি পি এম বার দিকনির্দেশনায় অপরাধ দক্ষিণের উপ পুলিশ কমিশনার জনাব  মাহবুব উজ জামান পিপিএম  বার  তত্ত্বাবধানে   টঙ্গী পশ্চিম থানা একটি টিম টঙ্গী  জিএমপি গাজীপুরের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত  দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গ্রেফতারের সময় তাদের হেফাজত হইতে ডাকাতির সময় ব্যবহৃত একটি অস্ত্র একটি কাঁচি ও মোবাইল ফোন iphone ফোন তিনটি   বাটন  ফোন নগদ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয় ডাকাত  সময় অস্ত্র বহনকারী একটি ব্যাগ উদ্ধার করা হয় উল্লেখ্য যে গত রাত  দুইটা ঘটিকার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী পশ্চিম থানা গাজীপুরা এলাকায় সের্টান  গার্মেন্টস এর সামনে রাস্তায় অজ্ঞতা নামে সাঁতার জন আন্তর্জলা ডাকাত দলের সক্রিয় সদস্য অস্ত্রে ভয় দেখিয়ে জনগণ আতঙ্ক সৃষ্টি করে একটি কালো রঙ্গের  গাড়ির সামনের গ্লাস ও সাইডে গ্লাস ভাঙচুর করে যাত্রী কাছে  থাকা দুইজন এবং ডাইভারকে দেশীয় অস্ত্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ আঘাতের ভয় দেখিয়ে   তাদের ব্যবহৃত পাঁচটি মোবাইল নগদ ৯৬ হাজার টাকা  ছিনিয়ে নেয়। পরে একটি মামলা করা হয় । অত্র মামলা হওয়ার পর পশ্চিম থানার একটি চৌকস টিম সহকারী  পুলিশ কমিশনার জনাব মেহেদী হাসান দিপু নেতৃত্বে  সিসি  ফুটেজ, ও গোয়েন্দা তথ্য তথ্যপ্রযুক্তি সহযোগিতায় সরাসরি জড়িত ডাকাতদের সনাক্ত করিয়া গেপ্তারব লক্ষ্যে অভিযান অব্যাহত থাকে সেই  ভিডিও ফুটেজ দেখে প্রথম একজন কে  গ্রেফতার করা হয় পরবর্তীতে  তার দেওয়া তথ্য মোতাবেক আরো পাঁচজনকে গাছা থানা তালগাছ এলাকা হইতে  গ্রেফতার করা হয় পরে টঙ্গী পশ্চিম থানার  মামলা রুজু করা হয় মামলার নং ২২ ধারা ৩৯৫/৩৯৭ তারিখ ২৩-৮-২০২৩

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..