শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

সাভার চাঁদা না দেওয়ায় নির্মান শ্রমিককে মারধর

সাভার প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

সাভারে দাবিকৃত চাঁদা না দেওয়ায় নির্মান শ্রমিককে মারধর করে নির্মানাধীন বাউন্ডারি ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন হাসিবুল হাসান নামের এক ঠিকাদার।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার আশুলিয়া মডেল টাউনের জাকির হোসেনের জমিতে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার আব্দুল কাদেরের ছেলে মো: আলী হামজা (৩৭), কালিয়াকৈর এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. আতিক (৩০), মো. নোমান (৩২) সহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই হাউজিং এর ভিতরে জাকির হোসেনের ক্রয়কৃত জায়গায় বাউন্ডারি দেয়াল নির্মানের চুক্তি হয় ঠিকাদার হাসিবুলের সাথে। ঠিকাদার হাসিবুল চুক্তি অনুযায়ী আজ সকালে নির্মান শ্রমিক নিয়ে বাউন্ডারি নির্মান শুরু করেন। এসময় অভিযুক্তরা নির্মান শ্রমিকদের কাছে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। শ্রমিকরা চাঁদার ব্যাপারে কোন কথা না বললে নির্মান শ্রমিক রতন (৩৫) কে লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করেন। এসমম অন্যান্য শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়। পরে বাউন্ডারি দেয়াল ভেঙে দিয়ে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে ঠিকাদার হাসিবুল ঘটনাস্থলে এসে আহত রতনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।

এব্যাপার সাভার মডেল থানার উপ-পরিদর্শক দিদারুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..