নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৭৯ জন জেলে, ১৯ মন সামুদ্রিক মাছ সহ ০৪ টি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করে।
সোমবার (২৭ জুন) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড(বিসিজি) হাতিয়া স্টেশন- রুটিন টহল চলাকালীন সময় ৭৯ জন জেলে, ১৯ মন সামুদ্রিক মাছ সহ ০৪ টি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করে।
বিসিজি হাতিয়া স্টেশন সূত্রে জানা যায়, রুটিন টহলে জেলে, সামুদ্রিক মাছ এবং ইঞ্জিন চালিত বোট আটক পরবর্তী ২.৩৫ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ৭৯ জন জেলে সহ বোট প্রতি ১০,০০০৳ (দশ হাজার) টাকা মোট ৪০,০০০৳ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত ১৯ মন সামুদ্রিক মাছ ১,৯০,০০০৳ (এক লক্ষ নব্বই হাজার) টাকা নিলাম দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিসিজি হাতিয়া স্টেশন কমান্ডার ও উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস।