মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে সভাপতি সম্পাদক পদের ৬ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার মদনে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী- তাহমিনা টাঙ্গাইলের বাসাইলে কামলা সেজে লুট, বৃদ্ধ- বৃদ্ধার মর’দেহ উদ্ধার ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ যারা নারীদের নিরাপত্তায় ব্যর্থরা দেশও রক্ষা করতে পারবে না: ডা. শফিকুর আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন ঢাকা-৮ আসনে নাসীরউদ্দীন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় হামলা লোহাগড়ায় ধানের শীষের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা ও নিরাপত্তায় ইসির বিশেষ পরিপত্র

জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

নোয়াখালী প্রতিনিধি-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের এবার লাল কার্ড দেখানো হবে। যারা নিজেরাই বাংলাদেশের নাগরিক নন, তাদের মুখে জাতীয়তাবাদের কথা শুনতে হাস্যকর লাগে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “আমরা দেখেছি কিছু দল দুর্নীতির কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে। অথচ সেই দলগুলোর অনেক প্রার্থীই বিদেশি নাগরিক। যারা এককভাবে বাংলাদেশের নাগরিক নন, তারা কীভাবে জাতীয়তাবাদের কথা বলেন?”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী দলের ইতিহাস বাংলাদেশের ইতিহাসেই রয়ে গেছে। বাস্তবে তার কোনো চিহ্ন আর নেই। তারা জনগণের টাকা লুট করেছে, ব্যাংক ও ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। এই ঋণ খেলাপিরাই আবার ক্ষমতায় এসে জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে। আমরা কি তাদের সেই সুযোগ দেব?”
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “তারা কৃষক ও শ্রমিকদের পেনশন চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থেকেও একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। এখন যত কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কথাই বলুক না কেন, দেশের মানুষ জানে—তারা কোনো কথাই রাখবে না।”
সংস্কার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “একটি দল বারবার সংস্কারের কথা বলছে। কিন্তু কোথাও তাদের দলীয় প্রধানকে সংস্কার কিংবা গণভোটের কথা বলতে দেখা যায় না। মুখে এক, মনে আরেক—এই মুনাফিকি বাংলাদেশের মানুষ ইতোমধ্যে চিনে ফেলেছে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সেনবাগেও পেশিশক্তি দিয়ে কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার যদি একজন নাগরিককেও ভোট দিতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা চুপ করে থাকব না। যেখানেই বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “এবার বাংলাদেশের কোনো নাগরিক ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না।”
এ সময় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা সুলতান জাকারিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..