শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী ড. ফরিদুজ্জামান ফরহাদ দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের, জানালো বিএনপি শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে : আহসান উল্লাহ্ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডপ্রদান

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ স্মৃতিসৌধের প্রবেশমুখ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকা ভরে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে। বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে তারা সেখানে জড়ো হন এবং তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ স্মৃতিসৌধে আসবেন- এ খবরেই দুপুর থেকে আমরা এখানেই অপেক্ষা করছি। এই দিনটি আমাদের জন্য আনন্দের।’

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের নেতা দেশে ফিরেছেন। তাকে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছেন।’

নেতাকর্মী মামুন হোসেন বলেন, ‘তারেক রহমান সাভারে আসছেন। আমাদের জন্য এটি সৌভাগ্য। তাই সকাল থেকেই আমরা স্মৃতিসৌধে অবস্থান করছি।’

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর পূর্বাচলে দলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে গুলশানের বাসায় ফিরেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বনানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। এরপরই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..