মদন উপজেলা যুবদলের গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (১৮ অক্টোবর) ১ নং কাইটাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে কেশজানি বিদ্যানিকেতন স্কুল মাঠে দুপুর ২ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সায়েদুজ্জামান হাদিসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
প্রধান অতীতে হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি গোলাম রাসেল রুবেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায় মোশারফ হোসেন, মানিক মেম্বার, কে জামাল, জোসেফ আহম্মেদ ভূটো, উপজেলা যুবদলের আহ্বান কমিটির অন্যতম সদস্য রবিউল ইসলাম, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, মদন উপজেলা বিএনপির অন্যতম সদস্য মির্জা রমজান আলী, সহ-সভাপতি হাজী সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিল্কি,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের রাজনৈতিক সচিব মাহমুদুল হাসান ,উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ফিরোজ মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমার জসিম উদ্দিন, মদন উপজেলা বিএনপি’র সহ কৃষি বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান, কাইটাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাখন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, মদন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শামীম হাসান প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল বলেন আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা সতর্ক থাকতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি রাজনৈতিক অপশক্তি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য পায়তারা চালাচ্ছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতুজ্জামান বাবর ভাইয়ের বিজয় সুনিশ্চিত করতে হবে।
প্রধান বক্তা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন দীর্ঘ ১৭ বছর পরে আমরা প্রাণ খুলে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি,বিগত ফ্যাসিস্ট হাসিনার গায়েবী মামলার আসামী হয়েও কাজ করেছি,আগামী সংসদ নির্বাচন এ মদন,মোহনগঞ্জ, খালিয়াজুড়ি আসনে বাবর ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে