শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

মদনে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে পিটিয়ে হত্যা

নূর মোহাম্মদ (জরিপ মদন উপজেলা
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে হারুন চৌধুরী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোজ রবিবার (৫ অক্টোবর) আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এঘটনা ঘটে।

নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত জোয়াদ মিয়া চৌধুরীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে হারুন চৌধুরী তার কৃষি জমিতে কাজের জন্য শ্রমিক ঠিক করার জন্য
পাশের গ্রাম রুদ্রশ্রীতে যান।

পূর্বের শত্রুতার জেরে তুচ্ছ ঘটনা নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন এর সঙ্গে তর্কাতর্কি হয়।
এক পর্যায়ের শাহাবুদ্দিন ও তার লোকজন মিলে
হারুন চৌধুরীর উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথারি কিল ঘুসি মারধর করলে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কৃষক হারুন চৌধুরী।
ঘটনাস্থলে মারা যান, কৃষক হারুন চৌধুরী।

পরে এ অবস্থায় রুদ্রশ্রী গ্রাম থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার তায়েব হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তায়েব হোসেন বলেন, মৃত ব্যক্তির চোখে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ
শামসুল আলম শাহ্ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সে দিকে খোঁজ খবর রাখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..