রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নাগেশ্বরীতে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গনসংযোগ ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করল সরকার ‎কোরআন অবমাননার প্রতিবাদে কচাকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে রিক এর আয়োজনে দুইদিন ব্যাপী প্রবীণ দিবস পালন। নড়াইলে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু, শোকের ছায়া মোহনগঞ্জ থানার পাশে মুদি দোকানিকে গলাকেটে হত্যা

মদনে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে পিটিয়ে হত্যা

নূর মোহাম্মদ (জরিপ মদন উপজেলা
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে হারুন চৌধুরী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোজ রবিবার (৫ অক্টোবর) আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এঘটনা ঘটে।

নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত জোয়াদ মিয়া চৌধুরীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে হারুন চৌধুরী তার কৃষি জমিতে কাজের জন্য শ্রমিক ঠিক করার জন্য
পাশের গ্রাম রুদ্রশ্রীতে যান।

পূর্বের শত্রুতার জেরে তুচ্ছ ঘটনা নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন এর সঙ্গে তর্কাতর্কি হয়।
এক পর্যায়ের শাহাবুদ্দিন ও তার লোকজন মিলে
হারুন চৌধুরীর উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথারি কিল ঘুসি মারধর করলে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কৃষক হারুন চৌধুরী।
ঘটনাস্থলে মারা যান, কৃষক হারুন চৌধুরী।

পরে এ অবস্থায় রুদ্রশ্রী গ্রাম থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার তায়েব হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তায়েব হোসেন বলেন, মৃত ব্যক্তির চোখে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ
শামসুল আলম শাহ্ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সে দিকে খোঁজ খবর রাখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..