বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই সরে দাঁড়িয়েছি: তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদের উপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী আটক সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী গ্রেপ্তার । জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না মোহনগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা ঘোড়াশালে গনি মিয়া নামক এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, কালীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

মোহনগঞ্জে সেতুর নিচে মিলল ষাটোর্ধ বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে সেতুর নিচে থেকে আব্দুল কদ্দুছ মিয়া (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে একটি সেতুর নিচ থেকে তাঁরা লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আব্দুল কদ্দুছ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির কাছে নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল কদ্দুছ উপজেলার হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম চৌধুরী জহর জানান, আব্দুল কুদ্দুছ শ্বাসকষ্ট রোগ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি ছিল। পরবর্তীতে হাসপাতালে গিয়ে তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন। আজ সকালবেলা বাড়ির পাশে হরিপুর সেতুর নিচে তাঁর লাশ পাওয়া গেছে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন আব্দুল কুদ্দুছ। গতকাল সন্ধ্যায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন। বাড়ির পাশে থাকা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছেন। ধারণা করা হচ্ছে – শ্বাসকষ্ট নিয়ে নদী পার হতে গিয়ে হয়ে হয়তো ডুবে গিয়েছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..