বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশের অপরাধে এক যুবক আটক!

৫ দফা দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ও মিছিল

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন নির্বাচন অবশ্যই জুলাই সনদ ও জুলাই ঘোষণার আইনি ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, “এখনো সময় আছে কন্সটিটিউশনাল অর্ডারের মাধ্যমে বা গণভোট আয়োজন করে জুলাই সনদকে বৈধতা দিয়ে নির্বাচন আয়োজনের।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে তা ফ্যাসিবাদের জন্ম দেবে। “বাংলার মানুষ আরেকটি ফ্যাসিবাদ দেখতে চায় না। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

সরকারের উদ্দেশে অধ্যাপক পরওয়ার বলেন, “আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারেন তবে নির্বাচন সুষ্ঠু হবে কীভাবে? আমাদের দাবি— জুলাই সনদের আইনি ভিত্তি দিন, সাংবিধানিক অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত করুন এবং নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করুন।”

তিনি আরও জানান, সার্ভেতে ৭০ শতাংশ মানুষ পিআরের (Proportional Representation) পক্ষে মত দিয়েছে এবং ঐকমত্য কমিশনের ৩১ দলের মধ্যে ২৫ দল এ প্রস্তাবে সমর্থন জানিয়েছে। তাই জনগণের রায় যাচাইয়ের জন্য গণভোট আয়োজনেরও দাবি জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল। যৌথ সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে জিপিও মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..