শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক কারাগারে কুড়িগ্রামের উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : ড. ইউনূস বৈধতার সকল কাগজপত্র থাকার পরও গুড়িয়ে দেওয়া হলো নিকলীর সামিয়া ইটভাটা জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বাঙলা কলেজে নতুন ছাত্রাবাস। শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেপ্তার হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তরুণদের মধ্যে জোয়ার এসেছে।রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। যারা পিআর চায় তারা কখনো জনগণের সঙ্গে ছিল না : গয়েশ্বর

হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে ব্যক্তিগত ভ্রমণ করায় পাঁচ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল। যার প্রেক্ষিতে এসব নেতারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোকজের জবাব বিশ্লেষণে এই ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এসব শোকজ নোটিশসমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

এর আগে, গত ৫ আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে এনসিপির এসব নেতা ভ্রমণের উদ্দেশে কক্সবাজার যান এবং একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন। সেদিনই একটি গণমাধ্যমে খবর বের হয় যে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন। এই খবর ছড়িয়ে পড়লে সেই হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি পরে গুজব হিসেবে প্রমাণিত হয়।

এই ঘটনার পরদিন তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়। এনসিপি সূত্রে জানা যায়, তারা সঠিক সময়ে নোটিশের জবাব দিয়েছেন। অন্যদিকে, গত বুধ ও বৃহস্পতিবার দলের সাধারণ সভায় কক্সবাজার ভ্রমণ নিয়েও দীর্ঘক্ষণ আলাপ হয়

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..