শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : ড. ইউনূস বৈধতার সকল কাগজপত্র থাকার পরও গুড়িয়ে দেওয়া হলো নিকলীর সামিয়া ইটভাটা জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বাঙলা কলেজে নতুন ছাত্রাবাস। শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেপ্তার হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তরুণদের মধ্যে জোয়ার এসেছে।রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। যারা পিআর চায় তারা কখনো জনগণের সঙ্গে ছিল না : গয়েশ্বর যৌথবাহিনীর অভিযানে ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ জুলাই যোদ্ধা আটক কালীগঞ্জে নীরবে সেবা দিয়ে যাচ্ছে ভাসমান হাসপাতাল ‘ জীবন তরী ফ্যাসিবাদী দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: মো. শাহজাহান

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেপ্তার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

দিনদুপুরে ৩য় শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়া ভাঙ্গুনি গ্রামের সরকারী আবাসনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় মামলা করেন। মামলার পরেই অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধা মো. মালেক হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ভুক্তভোগীর মা জানায়, টানাপোড়নের সংসারে মেয়ের বাবা গভীর সাগরে মাছ ধরার জেলে হিসেবে কাজ করে। আর তিনি উপজেলা সদরের বরইতলা বাজারের একটি খাবারের হোটেলে কাজ করে জীবিকাহ নির্বাহ করেন। তার ১৫ মাস বয়সি শিশু ছেলেকে তার মেয়ের কাছে রেখে প্রতিদিন কাজের জন্য যান। প্রতিদিনের ন্যায় বুধবার কাজের জন্য বের হয়ে বিকেলে বাসায় আসেন। এ সময় তার মেয়ে তাকে বলেন, ছোট ভাইকে নিয়ে বাসার একটি চৌকিয়ে শুয়ে ছিল। এ সময় ঘরের আসামী ঘরের দরজা খুলে মেয়ের শোয়ার রুমে প্রবেশ করে। আমি বাসায় নেই নিশ্চিত হয়ে মেয়েকে জোরপূর্বক বিবস্ত্র করে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। তখন ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা আসে। তাদের উপস্থিতি লক্ষ্য করে ঘরের পিছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..