শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০১:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি
___ নাজমুল হাসান

ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত ও বিগত ১৬ বছর সরকারে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুম-খুন হয়েছে তার দ্রুত বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক নাজমুল হাসান ।

বৃহস্পতিবার ৩ জুলাই রায়েরবাজার বৈধভূমি জুলাই গণ-অভ্যুত্থানের গণ কবরের শায়িত বীর রণাঙ্গনের শহীদদের কবরস্থানে বিশেষ কর্মসূচি পালনে পবিত্র কুরআনের তেলাওয়াত, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত পরবর্তী মিডিয়ায় সামনে এই কথা বলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, আপনারা জানেন এখানে ২৪শে জুলাই গণআন্দোলনের সময় প্রায় শেষ পর্যায়ে ৫০-৬০কে বেওয়ারিশ হিসেবে গণকবর দিয়েছে , আমরা এখানে এসেছি তাদের জন্য দোয়া করার জন্য, বিগত ফ্যাসিস সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। কেবল সরকার পরিবর্তন নয়,২৪ এর গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সেটা মাথায় রেখে আমরা পুরনো শাসন কাঠামো পরিবর্তনের কথা বলছি। যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন,শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয়করণ ও ক্রেডিটের রাজনীতি করার চেষ্টা করছে, ঠিক তখন জুলাই স্পিরিট ধরে রাখতে ছাত্র অধিকার পরিষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ৫ আগস্ট-পরবর্তীসময় থেকে আজ অবধি ছাত্র অধিকার পরিষদ যথাযথ ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

নাজমুল হাসান আরোও বলেন – এই দেশে যেন আর কখনো কেউ আওয়ামী লীগ হওয়ার সাহস না পায়! প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্র অধিকার পরিষদের। গণঅভ্যুত্থান
বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাইয়ের শহীদরা এখনও সম্মাননা পায়নি।

রায়েরবাজার বৈধভূমি জুলাই গণ-অভ্যুত্থানের গণ কবরের শায়িত বীর রণাঙ্গনের শহীদদের কবরস্থানে পবিত্র কুরআনের তেলাওয়াত,কবর জিয়ারত দোয়া ও মোনাজাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখছেন নাজমুল হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আরো উপস্থিত ছিলেন – যথাক্রমে
কামাল হোসেন সুমন সহ -সভাপতি জিহাদুল ইসলাম ইউসুফ সাংগঠনিক সম্পাদক ,একে এম রাকিব সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ,নোমান আল মুন সভাপতি -ঢাকা কলেজ,আকাশ চৌধুরী, সভাপতি -বাঙলা কলেজ, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..