বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা নয়, বরং জাতির মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে — এমন মন্তব্য করেছেন সেলিম ফকির এনডিসি, অতিরিক্ত সচিব। ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত আজ ঢাকায় শহীদ ফারহান ফারহাদ খেলার মাঠ, সংসদ ভবন এলাকায় জাতীয় পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম ফকির বলেন, “আজও কিছু বাবা-মা আছেন, যারা লজ্জা বা ভয়ের কারণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঘরের চার দেয়ালের ভেতরে আটকে রাখেন। এটি ঠিক নয়। শিশুদের সামাজিক মেলামেশার সুযোগ করে দিতে হবে, তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে।” তিনি অভিভাবকদের আহ্বান জানান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঘরবন্দি না রেখে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা বিশেষায়িত স্কুলে ভর্তি করানোর জন্য।
তিনি আরও বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কোনো বোঝা নয়, তারা যথাযথ সুযোগ পেলে জাতির সম্পদে পরিণত হতে পারে।”
এই উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলা এ প্রতিযোগিতায় ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ১০০ মিটার দৌড়, ফুটবল, বল নিক্ষেপ, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও সামাজিক মেলবন্ধন বাড়াতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম।