গলাচিপা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গলাচিপা থেকে চিকনিকান্দি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পতিত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতার কারণে রাস্তাটির মেরামত কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তা জুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে জল জমে যাওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ছোট আকারের যানবাহনগুলোকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা মোঃ আলমগীর হোসেন ক্ষোভের সাথে বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাচল। স্কুলগামী ছাত্রছাত্রী, অসুস্থ রোগী এবং ব্যবসায়ীদের জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বছরের পর বছর ধরে রাস্তাটি এমন খারাপ অবস্থায় পড়ে থাকলেও কারও কোনো ভ্রুক্ষেপ নেই।”
আরেকজন স্থানীয় বাসিন্দা, বৃদ্ধা রহিমা বেগম জানান, “বর্ষাকালে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই কঠিন হয়ে পড়ে। কাদাপানি আর গর্তের কারণে প্রায়ই হোঁচট খেয়ে পড়ে যাই।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তার খারাপ অবস্থার কারণে তাদের ব্যবসা-বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসতে চান না, ফলে তাদের বিক্রি কমে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে রাস্তাটি মেরামতের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত গলাচিপা-চিকনিকান্দি রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন, আর বিলম্ব না করে দ্রুত রাস্তাটি মেরামত করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।