শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিক্রি কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৯ জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে,বরিশাল আদালতে মামলা রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা নড়াইলে সৌদি প্রবাসী আকরাম শেখ হত্যাকাণ্ডের জের ২১ বাড়ি ভাংচুর, লুটপাট মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন রাঙ্গাবালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা ফেসবুকে পুরোনো ব্যানারে ‘বঙ্গবন্ধু চত্বর’ দেখে বর্ষবরণ অনুষ্ঠান পণ্ড, ইউএনও লাঞ্ছিত

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা

রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে মাদ্রাসা শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা একই সেটের প্রশ্নপত্রে উত্তর দেওয়া শুরু করে। এ সময় দায়িত্বে থাকা শিক্ষকেরা তেমন কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি নজরে আনেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা আইসিটি অফিসার মাসুদুর রহমান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দেন।

শাস্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষক হলেন রাঙ্গাবালী নেছারিয়া দাখিল মাদ্রাসার আব্দুল কুদ্দুস, কাছিয়া বুনিয়া আছমত আলী দাখিল মাদ্রাসার সোহেল রানা ও জাকির হোসেন, পশ্চিম গাববুনিয়া দাখিল মাদ্রাসার মো. মাহমুদুল হাসান ও মো. সেহাগ। প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান জানান, অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড ও দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রেই নজরদারি বাড়ানো হবে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য হচ্ছে, নিরপেক্ষ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা।”

##মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..