মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আইন মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা আ. লীগকে আর রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ নেত্রকোণায় পাহারাদারকে হত্যায় যুবদলের সদস্য সচিবসহ গ্রেপ্তার-৩ লোহাগড়ায় ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ২ নেত্রকোণায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, রয়েছে ১৮ মামলা ধর্মপাশায়, ২নং সেলবরষ ইউনিয়নের ৭১৭টি পরিবার ৫৪০ টাকা পাচ্ছে টিসিবির পণ্য রাঙ্গাবালীতে তিনটি গরুসহ চোর সদস্যের ২জন আটক ৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে নারায়ণগঞ্জ ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মীকে হত্যা!

রাঙ্গাবালীতে তিনটি গরুসহ চোর সদস্যের ২জন আটক

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি,
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় দুই জনকে তিনটি গরুসহ হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বড়বাইশদিয়া ইউনিয়নের চর হালিম স্লুইগেট থেকে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃতরা হলেন মো. দুলাল রাঢ়ি (৪৫) ও মো. জলিল হাওলাদার(৪৮)। আটককৃত দুলাল হাওলাদার চর হালিম গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং জলিল হাওলাদার একই গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ মার্চ রাতে রাঙ্গাবালী উপজেলার টুঙ্গিবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম মালের ৩টি গরু চুরি করে আটককৃত দুলাল ও জলিল। পরবর্তীতে গতকাল রোববার রাতে চুরি করা গরু রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চর-হালিম স্লুইজগেট থেকে ট্রলারে তুলে অন্য স্থানে নেয়ার সময় স্থানীয়রা গরুসহ তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনান্থলে পৌঁছে গরুসহ তাঁদের থানায় নিয়ে আসেন।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. এমারৎ হোসেন জানান, গরু চুরি করে ট্রলারে করে পাচারের সময় স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..