আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেশের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি, খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি বাঙলা কলেজ শাখার শিক্ষার্থীরা আজ এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সরকারি বাঙলা কলেজের মূল ফটকের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে বর্তমান পরিস্থিতির প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ মিছিলে বাঙলা কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ হাসান ফরহাদ বলেন,”আজ ধর্ষণের পর যারা ভাবছেন আমার বোনের সাথে ও মায়ের সাথে তো হয়নি তাই আমার ধর্ষণের বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন নাই। আগামীকাল দেখবেন আপনার বোনের সাথে ও মায়ের সাথে হয়েছে কিন্তু এর বিরুদ্ধে দাঁড়ানোর লোক খুঁজে পাবেন না। সুতরাং এই পরিস্থিতিতে আপনি আপনার কণ্ঠস্বর শক্ত করুন এবং প্রতিবাদ সমুন্নত রাখুন।”
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া মাসুম বিল্লাহ বলেন, “আমরা আর চুপ থাকতে পারি না। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর আমরা আমাদের বোনদের আর অনিরাপদ দেখতে চাইনা, অপরাধীদের রক্ষা করা নয়, বরং কঠোর শাস্তির আওতায় আনতে হবে। ধর্ষনকারীদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।”
এছাড়াও মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জোড়ালো দাবী জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মানববন্ধনটি শেষ হয়।