বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বাগেরহাটের ৯টি উপজেলায় জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে বিজয়ীগণ জেলা পর্যায়ে আজ (বুধবার)অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করছেন।
বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আজ সকাল ১০ টায় বাগেরহাটের ৯ টি উপজেলা থেকে প্রায় ৫৪০ জন উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
কুরআন তিলাওয়াত, হামদ নাত, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক জ্ঞান, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক জনাব মোঃ আশেকুজ্জামান এর সভাপতিত্বে এবং বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার জনাব মোঃ ইব্রাহিম হোসেনের পরিচালনায় ,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অরবিন্দ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক বাগেরহাট জেলা তথ্য অফিস, জনাব মইনুল ইসলাম, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেনার জনাব মোঃ মহসিন উদ্দিন । অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন উপজেলার ফিল্ড সুপারভাইজার গন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে যে হারে ভারতীয় অপসংস্কৃতি বাড়ছে তার বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির প্রচলন করলে একটি সুস্থ জাতি উপহার দেয়া সম্ভব। সমাজ থেকে অপসংস্কৃতি রুখতে সমাজের সকল ক্ষেত্রে সুস্থ ধারার সংস্কৃতির প্রচলন করতে হবে। আর সেজন্য সমাজের সচেতন সকল নাগরিককে ঐক্যবদ্ধ ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই আমাদের সন্তানরা একটি সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
এই ক্যাটাগরীর আরো খবর..