আজ ০২রা নভেম্বর ২০২৪ ইং,,জাতীয় সমবায় দিবস,, বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস।
সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি দেশ ব্যাপী উদযাপন করা হয়। তার ই ধারাবাহিকতায় আজ শরণখোলা উপজেলায় দিবস টি পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে,৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শরণখোলা উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আজ (শনিবার)সকাল ১০ টায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমবায় কর্মকর্তা জনাব আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুদীপ্ত কুমার সিংহ,, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, “সুন্দরবন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ” এর সভাপতি জনাব ফয়সাল আহসান, রূপালী ক্ষুদ্র ঋণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জনাব এনামুল হাসান , শরণখোলা প্রেসক্লাবের সদস্য সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন,অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী বৃন্দ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দীর্ঘ অভিজ্ঞতার ইতিহাস বহন করে। সমাজের অসহায় ব্যক্তিবর্গের পাশে থেকে তাদেরকে স্বাবলম্বী করতে সমবায়ের বিকল্প নেই। ক্ষুদ্র ঋণের মাধ্যমে মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, বৃক্ষ রোপন , শাকসবজি চাষ সহ ক্ষুদ্র গ্রাহকের অর্থনৈতিক উন্নতি ঘটে এমন কার্যক্রম পরিচালনা করে আসছে সমবায় সমিতি গুলো। এক্ষেত্রে সরকারের সহযোগিতা পেলে তাদের কার্যক্রম আরো বিস্তৃত করে ব্যাপক পরিসরে দেশ সেবায় অংশগ্রহণে ব্যাপক ভূমিকা রাখতে পারে সমবায় সমিতিগুলো।
#জাতীয় যুব দিবসঃ দক্ষ যুব গড়বে দেশ” বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ১০:৩০ মিনিটে উপজেলা হলরুমে, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ ও প্রশিক্ষণ ভাতা প্রদান অনুষ্ঠান হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শিশির দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুদীপ্ত কুমার সিংহ। শুরুতে শফত বাক্য পাঠ করান জনাব শিশির।
বক্তারা বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যুব শ্রেণীকে প্রশিক্ষিত করে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সমাজের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, যাতে সমাজের যুব শ্রেণী বেকার না থাকে সেই লক্ষ্যে যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে যুবশক্তিকে কর্মশক্তিতে পরিণত করে দেশ তথা সমাজ থেকে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রেখে সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়। তবে ই দেশ ও রাষ্ট্র একটি সহনশীল উন্নত টেকসই রাষ্ট্রে পরিণত হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..